Srijita Seal

Nov 28, 20201 min

কিছু কথা উপত্যকায়,~লেখায় শুভদীপ ঘড়াই

ভ্রূণ নাকি ভোরের মতই সুন্দর,
 
বলেছিলে মিছিলে মোমবাতি হাতে।
 
আকাশ নিয়ে কবিতা লিখে ভেবেছিলাম,
 
আমিও প্রানের মতই সবুজ,
 
তোমার পরিপূরক।
 
সেবার বসন্তের প্রথম সূর্যোদয় দেখেছিল পালাক্কাদ হ্রদ,
 
চাঁদের আলোয় প্রতিবিম্বিত প্রতিশ্রুতি,
 
এখনও তার সাক্ষী।
 
সাব্বাস, তোমার রক্তবাজির উচ্ছ্বাস,
 
ক্ষতের কবিতাই তো
 
আসল উদযাপন!
 
অন্তঃসত্ত্বা? কি আসে যায়,
 
আমি তো ভালবাসি কুসুমের অধ্যায়!
 
ঝিনুক তবু আগলে ভ্রূণ,
 
চুপচাপ দাঁড়িয়ে শেষ নিঃশ্বাস।নিভন্ত সূর্যাস্ত পরম সুন্দরী।
 
শুধু উপত্যকার জলটাই এখনও লাল!

About The Author...

Subhadip Gharai is a medical student. He likes to capsulate articles,loves to enjoy music and movies, and last but not the least keeps interest in social upliftment.

DISCLAIMER

The views of the above article belong to Subhadip Gharai.

    152
    23