top of page

বিশ্ব পরিবেশ দিবস by Lila Bhattacharya

Updated: Jun 5, 2021



এই বিশ্ব পরিবেশের মাঝে আমরা কোনকিছু বাদ দিতে পারিনা। স্থলভাগ, জলভাগ ও আকাশভাগের ভারসাম্য রক্ষার্থে জীববৈচিত্র্য-এর গুরুত্ব অপরিসীম। মানবসভ্যতায় এটি বিবর্তন এর ফসল হয়ে গেছে।পরিবেশই জীব জগতের ধারক ও বাহক।

প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ১৯৭৪ সালে ৫ ই জুন।

প্রতিকূল পরিবেশ জীবের ধ্বংস সহজেই নিয়ে আসে। অনুকূল পরিবেশ না করলে সমগ্র জীবজগত বিপন্ন হবে তার গুরুত্ব ও এই নিয়ে বিশ্ববাসীর মধ্যে সচেতনতা বাড়ানোই মূলত ৫ ই জুন এর বিশেষত্ব ও উদ্দেশ্য।

  • একটি গাছ একটি প্রাণ না বলে একটি গাছ অনেক প্রাণ বলাই শ্রেয়।

( গাছ লাগান প্রাণ বাঁচান)

  • Save water - জলের অপচয় বন্ধ করা।

  • গ্রীন হাউস গ্যাস প্রতিরোধ।

  • বায়ুদূষণ প্রতিরোধ। ( গণপরিবহণ ব্যবহার করা)

  • শিল্পায়ন ও নগরায়ন।

  • প্লাস্টিক দ্রব্য বর্জন।

  • সৌরশক্তিকে ব্যবহার।

যে ভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি শেষ হওয়ার অনেক আগে থেকেই সরকারি উদ্যোগ ছাড়াও সমগ্র বিশ্ববাসীর পরিবেশের ও প্রকৃতির অফুরন্ত দান সামগ্রী কে সৎ ভাবে কাজে লাগানো উচিত।

আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য মনে করে প্রতিদান স্বরূপ বিশ্ব পরিবেশের ভারসাম্য ও সমতা বজায় রাখতে সকলেই ঐক্যবদ্ধ হই, তবেই পারবো আমরা বিশ্ব কে সমস্ত ধংসর কবল থেকে ও করোনা র চেয়ে বিষাক্ত ব্যাধির হাত থেকে সমগ্র বিশ্ব প্রাকৃতিক পরিবেশ ও জীব জগতের মধ্যে ভারসাম্যর অটুট মেল বন্ধন সৃষ্টি করতে।





42 views
bottom of page